Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

অফিস পরিচিতিঃ

সাতক্ষীরা জেলাধীন সীমান্তবর্তী ঐতিহাসিক স্মৃতি বিজড়িত ও মুক্তিযুদ্ধের জীবন্ত ইতিহাসের স্মারক কলারোয়া উপজেলা। কলারোয়া কৃষি সম্প্রসারণ বিভাগের কার্যক্রম ১৯৮৩ সালে শুরু হয়; কপোতাক্ষ বিধৌত কলারোয়ার বর্ধিষ্ণু উর্বর ভূমিতে ধান, গম, ভূট্টা, আলু,আখ, পাট, তৈল, ডাল, কন্দাল জাতীয় ও বিভিন্ন  রকমের সবজী এবং হরেক  রকমের ফল উৎপাদনে আশানুরুপ ভূমিকা রেখে চলেছে যা কৃষি উৎপাদনে একটি উজ্জ্বল নক্ষত্রের মত বিরাজমান। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ছাড়াও উৎপাদিত খাদ্য ও কৃষি পণ্যাদি সমগ্র দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানির মাধ্যমে কৃষিতে অনন্য অবদান রেখে চলেছে। দেশের দানা জাতীয় খাদ্য শস্যের প্রায় ১০০% আসে আউশ, আমন ও বোরো ফসল থেকে। মাটির উর্বরতা সংরক্ষণে সবুজ সার, খামারজাত সার, কম্পোষ্ট সার প্রস্তুত ও সংরক্ষণ, সুষম সার ব্যবহার এবং শস্য পর্যায় অনুসরণ করে অত্র উপজেলায় কৃষি উৎপাদন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। কৃষক বান্ধব সরকারের নানাবিধ উল্লেখযোগ্য পদক্ষেপসমূহ যেমন: সারের মূল্য হ্রাস, কৃষি উপকরণ সহায়তা কার্ড প্রবর্তন, ১০ টাকায় ব্যাংক একাউন্ট খোলা, আবাদ বৃদ্ধির জন্য বিনামূল্যে কৃষক পর্যায়ে সার-বীজ সরবরাহ, যান্ত্রিকীকরণ প্রভৃতির মাধ্যমে উৎসাহ প্রদানের ফলে কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন  অব্যহত রয়েছে। 

সকল শ্রেনীর চাষীদেরকে চাহিদা ভিত্তিক, ফলপ্রসু ও কার্যকর সম্প্রসারন সেবা প্রদানের মাধ্যমে সম্পদের সর্বোত্তম ব্যবহার বৃদ্ধিতে উপজেলা কৃষি বিভাগ সচেষ্ট। 


কলারোয়া উপজেলার গুরুত্বপূর্ণ কৃষি বিষয়ক পরিসংখ্যান
বিষয়
আয়তন/সংখ্যা
উপজেলার মোট আয়তন
২৩১৫৩ হেক্টর (২৩১.৫৩ বর্গ কি.মি.)
উপজেলার মোট ইউনিয়নের সংখ্যা
১২ টি এবং ১ টি পৌরসভা
উপজেলার মোট ব্লক সংখ্যা
৩৭ টি
মোট আবাদি জমির পরিমাণ
১৭,৫৯৪ হেক্টর
     এক ফসলি জমি
১৯০০ হেক্টর
     দুই ফসলি জমি
৯৫০০ হেক্টর
     তিন ফসলি জমি
৬০৪৪ হেক্টর
     চার ফসলি জমি
১৫০ হেক্টর
মোট ফসলি জমি
৩৯৬৩২ হেক্টর
ফসলের নিবিড়তা
২৪০%
কৃষক পরিবারের তথ্য

     ভূমিহীন কৃষক
৬২৮১ টি
     প্রান্তিক কৃষক
১৯৯৭৫ টি
     ক্ষুদ্র কৃষক
২২৪৬০ টি
     মাঝারী কৃষক
৫০৪৬ টি
     বড় কৃষক
৫৪০ টি
     মোট কৃষক
৫৪৩০২ টি
কৃষি পরিবেশ অঞ্চল
১১
গড় বৃষ্টিপাত
১২০০-১২৫০ মি.মি.
তাপমাত্রা
সর্বোচ্চ - ৩৮ ডিগ্রী সেলসিয়াস (এপ্রিল); সর্বনিম্ন - ১০ ডিগ্রী সেলসিয়াস (জানুয়ারী)
মোট জনসংখ্যা (জুন ২০২৩ পর্যন্ত)
২৩৭৯৯২ জন (পুরুষ - ১১৬৮১১, মহিলা - ১২১১৮১)
খাদ্য প্রয়োজন (৪৪২ গ্রাম/ জন/দিন)
৪২৩০৪ মে. টন।
বীজ,গোখাদ্য এবং অপচয়
১০৬৯৪ মে. টন।
মোট খাদ্য শস্য প্রয়োজন
৫২৯৯৮ মে. টন।
মোট খাদ্য শস্য উৎপাদন
৮৯৬৮০ মে. টন।
ডিলারের তথ্য (জুন-২০২৩ পর্যন্ত)

     বীজ ডিলার
১৭ জন
     বিসিআইসি সার ডিলার
১৩ জন
     খুচরা সার বিক্রেতা
১১১ জন
     পাইকারী কীটনাশক বিক্রেতা
৭ জন
     খুচরা কীটনাশক বিক্রেতা
২৬৪ জন