অফিস পরিচিতিঃ
সাতক্ষীরা জেলাধীন সীমান্তবর্তী ঐতিহাসিক স্মৃতি বিজড়িত ও মুক্তিযুদ্ধের জীবন্ত ইতিহাসের স্মারক কলারোয়া উপজেলা। কলারোয়া কৃষি সম্প্রসারণ বিভাগের কার্যক্রম ১৯৮৩ সালে শুরু হয়; কপোতাক্ষ বিধৌত কলারোয়ার বর্ধিষ্ণু উর্বর ভূমিতে ধান, গম, ভূট্টা, আলু,আখ, পাট, তৈল, ডাল, কন্দাল জাতীয় ও বিভিন্ন রকমের সবজী এবং হরেক রকমের ফল উৎপাদনে আশানুরুপ ভূমিকা রেখে চলেছে যা কৃষি উৎপাদনে একটি উজ্জ্বল নক্ষত্রের মত বিরাজমান। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ছাড়াও উৎপাদিত খাদ্য ও কৃষি পণ্যাদি সমগ্র দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানির মাধ্যমে কৃষিতে অনন্য অবদান রেখে চলেছে। দেশের দানা জাতীয় খাদ্য শস্যের প্রায় ১০০% আসে আউশ, আমন ও বোরো ফসল থেকে। মাটির উর্বরতা সংরক্ষণে সবুজ সার, খামারজাত সার, কম্পোষ্ট সার প্রস্তুত ও সংরক্ষণ, সুষম সার ব্যবহার এবং শস্য পর্যায় অনুসরণ করে অত্র উপজেলায় কৃষি উৎপাদন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। কৃষক বান্ধব সরকারের নানাবিধ উল্লেখযোগ্য পদক্ষেপসমূহ যেমন: সারের মূল্য হ্রাস, কৃষি উপকরণ সহায়তা কার্ড প্রবর্তন, ১০ টাকায় ব্যাংক একাউন্ট খোলা, আবাদ বৃদ্ধির জন্য বিনামূল্যে কৃষক পর্যায়ে সার-বীজ সরবরাহ, যান্ত্রিকীকরণ প্রভৃতির মাধ্যমে উৎসাহ প্রদানের ফলে কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন অব্যহত রয়েছে।
সকল শ্রেনীর চাষীদেরকে চাহিদা ভিত্তিক, ফলপ্রসু ও কার্যকর সম্প্রসারন সেবা প্রদানের মাধ্যমে সম্পদের সর্বোত্তম ব্যবহার বৃদ্ধিতে উপজেলা কৃষি বিভাগ সচেষ্ট।
কলারোয়া উপজেলার গুরুত্বপূর্ণ কৃষি বিষয়ক পরিসংখ্যান
|
|
বিষয়
|
আয়তন/সংখ্যা
|
উপজেলার মোট আয়তন
|
২৩১৫৩ হেক্টর (২৩১.৫৩ বর্গ কি.মি.)
|
উপজেলার মোট ইউনিয়নের সংখ্যা
|
১২ টি এবং ১ টি পৌরসভা
|
উপজেলার মোট ব্লক সংখ্যা
|
৩৭ টি
|
মোট আবাদি জমির পরিমাণ
|
১৭,৫৯৪ হেক্টর
|
এক ফসলি জমি
|
১৯০০ হেক্টর
|
দুই ফসলি জমি
|
৯৫০০ হেক্টর
|
তিন ফসলি জমি
|
৬০৪৪ হেক্টর
|
চার ফসলি জমি
|
১৫০ হেক্টর
|
মোট ফসলি জমি
|
৩৯৬৩২ হেক্টর
|
ফসলের নিবিড়তা
|
২৪০%
|
কৃষক পরিবারের তথ্য
|
|
ভূমিহীন কৃষক
|
৬২৮১ টি
|
প্রান্তিক কৃষক
|
১৯৯৭৫ টি
|
ক্ষুদ্র কৃষক
|
২২৪৬০ টি
|
মাঝারী কৃষক
|
৫০৪৬ টি
|
বড় কৃষক
|
৫৪০ টি
|
মোট কৃষক
|
৫৪৩০২ টি
|
কৃষি পরিবেশ অঞ্চল
|
১১
|
গড় বৃষ্টিপাত
|
১২০০-১২৫০ মি.মি.
|
তাপমাত্রা
|
সর্বোচ্চ - ৩৮ ডিগ্রী সেলসিয়াস (এপ্রিল); সর্বনিম্ন - ১০ ডিগ্রী সেলসিয়াস (জানুয়ারী)
|
মোট জনসংখ্যা (জুন ২০২৩ পর্যন্ত)
|
২৩৭৯৯২ জন (পুরুষ - ১১৬৮১১, মহিলা - ১২১১৮১)
|
খাদ্য প্রয়োজন (৪৪২ গ্রাম/ জন/দিন)
|
৪২৩০৪ মে. টন।
|
বীজ,গোখাদ্য এবং অপচয়
|
১০৬৯৪ মে. টন।
|
মোট খাদ্য শস্য প্রয়োজন
|
৫২৯৯৮ মে. টন।
|
মোট খাদ্য শস্য উৎপাদন
|
৮৯৬৮০ মে. টন।
|
ডিলারের তথ্য (জুন-২০২৩ পর্যন্ত)
|
|
বীজ ডিলার
|
১৭ জন
|
বিসিআইসি সার ডিলার
|
১৩ জন
|
খুচরা সার বিক্রেতা
|
১১১ জন
|
পাইকারী কীটনাশক বিক্রেতা
|
৭ জন
|
খুচরা কীটনাশক বিক্রেতা
|
২৬৪ জন
|
|
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস